সাহিত্য ও সংস্কৃতি

কন্ঠে আমার দাও তুলে ওই আল-কোরআনের সুর

কন্ঠে আমার দাও তুলে ওই আল-কোরআনের সুর

   ------★নুরজাহান হে রব★------
       

 কন্ঠে আমার দাও তুলে ওই
    আল-কোরআনের সুর,
অন্তর চক্ষে দেখবো তোমায় 
      দাও "প্রভু"- সে নুর।

    সর্ব সৃজন নিখুঁত নিপুণ 
     গাই তোমার গুন-গান, 
   পাহাড় নদী ফল - ফলাদি 
        কি সুন্দর সে দান।

     অন্তর- গৃহে অদৃশ্য হে 
       তুমিই যে মোর সব,
    পালন কর্তা সৃজন কর্তা 
        নুরজাহান হে রব।


লেখকঃ---শামীমা আক্তার