ঢাকা জেলার সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনাত জাহান এই আদেশ দেন। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) ওমর ফারুক তাকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
অনলাইনে ভিউ পাওয়ার জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই শিশুদের নির্যাতন করে আসছিলেন শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। অনেকে সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড হেল্পলাইন ১০৯৮ নম্বরে ফোন করেও অভিযোগ জানান।
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা শাহরিমা খাতুন বলেন, ইউনিসেফের সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চালু হওয়া ওই হট লাইন নম্বরে অসংখ্য মানুষ অভিযোগ জানিয়ে ফোন করে শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। আমাদের একটি টিম এ বিষয়ে কাজ শুরু করে।