জাতীয়

কালবৈশাখী ঝড়ে "বিদ্যুৎ মিটার পুড়ে" শিক্ষা প্রতিষ্ঠান আলো ও পানি বিহীন।

কালবৈশাখী ঝড়ে "বিদ্যুৎ মিটার পুড়ে" শিক্ষা প্রতিষ্ঠান আলো ও পানি বিহীন।
মো:শফিকুল ইসলাম, মধ্যনগর প্রতিনিধি।। বিগত ১৪ই'মে বুধবার কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলাধীন "লায়েছ ভূঁইয়া উচ্চবিদ্যালয় ও কলেজ"র বিদ্যুৎ মিটার জ্বলে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের আটশতাধিক ছাত্র-শিক্ষক আলো ও পানি বঞ্চিত। কোমলমতি ছাত্র ছাত্রীদের খাবার পানি ও বাথরুম ব্যবহারে চরম দূর্ভোগ পেোহাতে হচ্ছে। এ নিয়ে ছাত্রদের মধ্য বিরূপ প্রতিক্রিয়া বিরাজ করছে, যে কোন মুহুর্তে আন্দোলন শুরু হয়ে যেতে পারে। ধর্মপাশা বিদ্যুৎ অফিসে.......... যোগাযোগ করা হলে AGM) (O&M) ধর্মপাশা সাব জোনাল অফিস প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন বিদ্যুৎ কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে অতি শীঘ্রই কাজ হয়ে যাবে।।।