মান্নার মিয়া, সুনামগঞ্জ : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ২টায় ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার দোয়া মাহফিল পরিচালনা করেন।
শোকসভায় বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক মেম্বার মুকিদ মিয়া, নেতা হুসবান আহমদ চৌধুরী, দিলদার আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মুরাদ আহমদ চৌধুরী, ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলের অংশ হিসেবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তাজিম উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন দরগাপাশা মোকামবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সকলেই দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।