আইন ও বিচার

বকশীগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় প্রসাধনীসহ গ্রেফতার।

বকশীগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় প্রসাধনীসহ গ্রেফতার।

মনিরুজ্জামান, জামালপুরের (বকশীগঞ্জ) : জামালপুরে বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আটটি প্লাস্টিকের বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়েছে। এমন তথ্য দিয়েছেন জেলা গোয়েন্দা সংস্থা ডিবি-

৩০ ডিসেম্বর (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আইরমারী ব্রীজের পশ্চিমপাড়ে এক চোরাকারবারী ব্যাটারী চালিত মিশুক ভ্যানে করে শুল্ক ফাঁকিযুক্ত ভারতীয় পণ্য নিয়ে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই নিরুপম নাগ, এসআই মো. রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন
গ্রেফতারকৃত আসামী মো. সোহরাব (৩৭) জেলার বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আলমের ছেলে।

এ সময় তার কাছ থেকে ১ টি বস্তায় ৮ কার্টুন পন্ডস্ ফেসওয়াশ। যার বাজার মোট মূল্য ৪৯,৯২০ টাকা অপর ৭ টি প্লাস্টিকের বস্তায় ৪৯ টি কার্টুন PONDS BRIGHT BEAUTY ANTI DULLNESS FACEWASH যার মোট বাজার মূল্য ৩,৫২,৮০০ টাকা। মোট ৮ কার্টুনে  বিপুল পরিমাণ শুল্ক ফাঁকিযুক্ত ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়


এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি অবৈধপথে এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী পণ্য চোরাচালানকারী, মাদক ও অস্ত্র কারবারিদের কোনো স্থান এই জেলায় নেই। ডিবি-২ এর এই সফল অভিযান প্রশংসনীয়। দেশের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে যেকোনো প্রসাধনী পণ্য বিপণনসহ সকল কর্মকান্ডে আমাদের দৃষ্টিভঙ্গি জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমরা জনগণের সহযোগিতায় জামালপুরকে নিরাপদ ও চোরাকারবারীমুক্ত জেলায় পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে