জুয়েল আহমেদ, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন 'সাবেয়া অটো রাইস মিলে' এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিলের সিসি ক্যামেরা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ভেতরে থাকা সকল শ্রমিক ও কর্মচারীদের বেধড়ক মারধর করে এবং হাত-পা বেঁধে জিম্মি করে রাখে।
ডাকাতদের হামলায় এক বৃদ্ধ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এছাড়াও আরও বেশ কয়েকজন শ্রমিক এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।
তারাগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রহুল আমিন জানান, খবর পাওয়ার ৮-১০ মিনিটের মধ্যেই তিনটি পিকআপ ভ্যানে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এসময় তারা মিলের ক্যাশ ভোল্ট ভাঙার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় সফল হতে পারেনি। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা তাদের সাথে থাকা কিছু সরঞ্জাম ফেলে রেখে যায়।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ওসি আরও জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাবেয়া অটো রাইস মিল, জগদীশপুর শাহপাড়া, তারাগঞ্জ, রংপুর।
রাত আনুমানিক ২টা ৩০ মিনিট।
১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল। সিসি ক্যামেরা ভাঙচুর, ক্যাশ ভোল্ট ভাঙার চেষ্টা এবং বৃদ্ধ শ্রমিকসহ একাধিক শ্রমিককে জিম্মি ও মারধর।
পুলিশ দ্রুত পৌঁছানোর ফলে ডাকাতরা পালিয়ে যায়। ক্যাশ ভোল্ট সুরক্ষিত আছে। বর্তমানে জড়িতদের ধরতে অভিযান চলছে।
এক বৃদ্ধ শ্রমিক গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।