আনোয়ার হোছাইন : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে গাঁজার টাকা না পেয়ে চাচার দা’র কোপে প্রাণ হারিয়েছে চার (৪) বছরের নিষ্পাপ ভাতিজি।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাহিয়া বিন রাহী প্রকাশ ফাতেমা (৪)। তিনি উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত যুবক নুরুল হাকিম (২৫) দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। ঘটনার রাতে সে তার ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করে। ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে হাকিম নিজের ভাতিজি রাহিয়াকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে হত্যাকারি নুরুল হাকিমকে আটক করে।
এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।