সারাদেশ

দীর্ঘ বছর হয়ে গেল কিন্তু স্মার্ট এন আই ডি কার্ড পাওয়া যায়নি

দীর্ঘ বছর হয়ে গেল কিন্তু স্মার্ট এন আই ডি কার্ড পাওয়া যায়নি
মোংলা প্রতিনিধি : জে,এম,নুর নবী।। মোংলার পার্শ্ববর্তী থানা রামপাল এবং বাগেরহাট সহ আসে পাশে সকল থানায় এন আই ডি স্মার্ট কার্ড পেয়ে গেছে। অথচ মোংলা থানায় ২০০৮ সালে যখন প্রথম ডিজিটাল ভোটার আই ডি কার্ড করা হয় তখনকার যারা ভোটার তারা স্মার্ট আইডি কার্ড এখন পর্যন্ত পাইনি । মোংলায় এ বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্টো কোন কর্তৃপক্ষ নাই? বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উপজেলা নির্বাচন অফিস এর সদস্যরা বিষয়টি এরিয়ে যায়।