জাতীয়

দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে

দুই দিনে তিন আওয়ামীপন্থী নেতা গ্রেফতার নাসিরনগরে

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনে তিনজন আওয়ামীপন্থী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল আহাদ, তার ছোট ভাই উপজেলা কৃষকলীগ সভাপতি মো. অলি মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা  সম্পাদক মীর বশীর আহমদ।
শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে নাসিরনগর সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে শেখ মো. আব্দুল আহাদ ও তার ভাই অলি মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর আগের দিন শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের পিটিআই মার্কেটের একটি দোকান থেকে মীর বশীর আহমদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত  বছরের ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক বিতর্কিত  সংসদ সদস্য  বদরুদ্দোজ্জ ফরহাদ হোসেন সংগ্রামসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন উপজেলা কৃষক দলের বহিস্কৃত  সদস্য সচিব শাহ আলম পাঠান।
পুলিশ জানায়, রাতে অভিযান চালিয়ে ওই মামলার অন্যতম আসামি হিসেবে  দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নাসিরনগর থানার ওসি  জানান,মাকছুদ আহামদ বলেন, আটককৃতরা বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামী। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও একাধিক মামলার ঘটনায় এলাকায় আওয়ামীপন্থী নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।