সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রশিবির ঘোষিত প্যানেলের প্রার্থী ফাতেমা তাসনিম জুমাকে নিয়ে বিভিন্ন দলের কর্মীরা নানারকম কটু/ক্তি আর অ/শ্লীল শব্দ ব্যবহার করে হে/নস্তা করছে।
তবে জুমা জানালেন, নোং/রামির বিপরীতে আমি কখনো নোং/রামি করিনি, করবোনা। ইভেন আমি জাস্টিফিকেশান ও দিইনা, ভিক্টিমও প্লে করিনা সচরাচর।
তিনি লিখেন, আমি কেবল আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করি। বিশ্বাস করুন, আল্লাহর সাহায্য প্রার্থনা করে আজ অব্দি কখনো আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়নি। আল্লাহর সাহায্য আমি আমার কল্পনার ও কম সময়ে পেয়েছি।
তিনি আরও লিখেন, আমি বিশ্বাসী। আমি বিশ্বাসে বাঁচি, লড়াই করি।