জাতীয়

রংপুরে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ মিছিল

রংপুরে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ মিছিল

জুয়েল আহমেদ : জেলা ও উপজেলা নেতারা জনগণের অধিকার রক্ষায় একতাবদ্ধ থাকার আহ্বান জানালেন 

বাংলাদেশ গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রংপুর জেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা গণ অধিকারের সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তুষারসহ উপজেলা অধিকার পরিষদের নেতাকর্মীরা।

মিছিলে নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে জনগণের অধিকার রক্ষায় কাজ করার নির্দেশনা পালন করার গুরুত্ব তুলে ধরেন। আনন্দ মিছিলটি কেবল প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনই নয়, বরং গণ অধিকার সচেতনতায় জনগণকে সম্পৃক্ত করার একটি বিশেষ প্রচেষ্টা হিসেবে মনে করা হয়।