জাতীয়

মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় অমল তালুকদার গ্রেফতার

মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায়  অমল তালুকদার গ্রেফতার
মোঃ শফিকুল ইসলাম, মধ্যনগর প্রতিনিধি।। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার(৪৫)পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন। ২৭এপ্রিল রোববার বিকেলে নিজ ব্যাবসা প্রতিষ্টান থেকে বাসায় যাওয়ার সময় মাদ্রাসা মার্কেটের সামনে আটক করে পুলিশ।অমল তালুকদার মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা মধ্যনগর থানার সিনিয়র এসআই মোঃআসাদ ইসলাম।এবংজানান মামলানং-৬(মধ্য)-২৭/১১/২৪'র(১৯৭৪এর বিশেষ ক্ষমতা আইন)রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।আজ আদালততে সোপর্দ করা হয়েছে