আইন ও বিচার

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে র‍্যাব উদ্ধার করলো ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে র‍্যাব উদ্ধার করলো ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল

আলী আহসান রবি : র‍্যাব-২ সিপিএসসির বিশেষ অভিযানে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান হতে পরিত্যক্ত অবস্থায় ০৬টি পেট্রোল বোমা ও ০৪টি ককটেল উদ্ধার করা হয়। ধারনা করা হয়যে, ১৩ই নভেম্বর ২০২৫ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন তিনরাস্থা, রায়েরবাজার এলাকাসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতা করার জন্য উক্ত এলাকায় মজুদ করছে। পরবর্তীতে উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেল সমূহ র‍্যাব হেডকোয়ার্টার বোম ডিসপোজাল ইউনিট দ্বারা ধংস প্রক্রিয়া চলমান রয়েছে স্যার।