সিলেট প্রতিবেদন : প্রতিভাবান তরুণ খেলোয়াড় সৃষ্টিসহ দেশের ফুটবলে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর উদ্যোগে রবিবার (১৬ নভেম্বর) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়াম ভবনের হলরুমে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রশিক্ষকদের উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য সিলেট বিভাগের চারটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বাফুফে সি লাইসেন্সপ্রাপ্ত ২৪ জন প্রশিক্ষকের অংশগ্রহণে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্স-২০২৫ (পার্ট ১) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফুটবলের প্রসারে তৃণমূল পর্যায়ে ফুটবলারদের গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে ফুটবলারদের সঠিক পরিচর্যার জন্য যেসব কোচ বা প্রশিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের মানোন্নয়নে এ ধরনের কোচিং কোর্সের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক ক্রীড়াবিদ সাইফুল বারী টিটু এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিত সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার খ্যাত সাহাজ উদ্দিন টিপু, বাফুফের টেকনিক্যাল এডমিনিস্ট্রেটর মাহবুব আলম পোলো, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন ও মহি উদ্দিন রাসেল এবং ফুটবল কোচ মাহবুবুর রহমান রিপন।