মো: হৃদয় হাসান (উল্লাপাড়া,সিরাজগঞ্জ)
উল্লাপাড়া বিজ্ঞান স্কুলে সরকার নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত মাসিক ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত মাসিক ফি ২০০ টাকা হলেও ছাত্রদের কাছ থেকে ৫০০ টাকা অতিরিক্তসহ মোট ৭০০ টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।
অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ কোনো ধরনের সরকারি নির্দেশনা বা নিয়মনীতি অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো ফি নির্ধারণ করছে। এতে সাধারণ অভিভাবকরা আর্থিকভাবে চাপে পড়ছেন।
এ বিষয়ে জানতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি'র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন—
যদি আমাদের কাছে প্রমাণসহ অভিযোগ আসে, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগের ব্যাখা না দিয়ে হুমকি প্রদানের ভাষা ব্যবহার করেন, যা একজন শিক্ষকের আচরণের সঙ্গে সম্পূর্ণ বেমানান।
এই ঘটনায় স্থানীয় সচেতন অভিভাবক ও নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ তদন্ত ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।