ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান, উপজেলা বিএনপি নেতা; রজব আলী, সেক্রেটারি উপজেলা জামায়াতে ইসলামী; এবং মামুনুর রশিদ মামুন, ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন,
“সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে এবছর উপজেলায় গমের বীজ ৫,২০০ জন, শরিষা ৫,৯০০ জন, পেয়াজ ৩০ জন এবং চিনাবাদাম ২০ জনসহ মোট ১১,১৫০ জন কৃষক উপকৃত হবেন।”
তিনি আরও বলেন,
“বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে, যার মধ্যে বীজ বিতরণ অন্যতম।”
বীজ গ্রহণকারী কৃষক রবিউল ইসলাম বলেন,
“এই সহায়তা আমাদের অনেক কাজে আসবে। এতে উৎপাদন বাড়বে এবং খরচও কিছুটা কমবে।”
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।