সারাদেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে আওয়ামীলীগের দোসরদের মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে আওয়ামীলীগের দোসরদের মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ নিবাসী পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে বিগত আওয়ামীলীগের দোসরদের আণিত মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকার জনসাধারণ। আজ শুক্রবার বিকেল ৩টায় এলাকাবাসির আয়োজনে উপজেলার গণিগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েক শতাধিক লোকজন অংশগ্রহন করেন। প্রবীন মুরুব্বী আব্দুস শহীদের সভাপতিত্বে ও ব্যবসায়ী ফখরুল ইসলাম জয় ও শাহ আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিনের খালা হেনা বেগম, ইসলামী আন্দোলনের নেতা ক্বারী মুহিবুল হক, গণিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, কাছা মিয়া,অযুদ মিয়া,আব্দুর নুর, আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হাফিজ প্রমুখ। বক্তারা বলেন গত ১৪ মে বুধবার বিকাল ৪ ঘটিকায় শিমুলবাক গ্রামের পশ্চিমে ধানের খলায় শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের পিতা আজহার আলীর নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা জাসাসের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলমের মা জোসনা বেগমের বৈশাখী ধান লুটপাটের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জেরে ঘটনাস্থলে উপস্থিত জাহাঙ্গীর আলমের সহোদর বড় বোনের ছেলে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল-আমিনকে ইস্যু করে আওয়ামীলীগের দোসর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, আকিকুর রহমান আকিক, মাসুদ মিয়া ও তাহাদের পিতা আজহার আলী পারিবারিক হিংসাত্মক ষড়যন্ত্রমুলক অভিযোগ ও অপ-প্রচার পরিচালনা করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ প্রচার করে মানহানি করে । অবিলম্বে এই সমস্ত দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলখ শাস্তি প্রদানের জন্য আইন শৃংখলা বাহিনীর নিকট দাবী জানান। ##