সারাদেশ

বাগেরহাট ঐতিহাসিক খানজাহান আলী কলেজ মাঠে ক্রিকেট খেলার আয়োজন

বাগেরহাট ঐতিহাসিক  খানজাহান আলী কলেজ মাঠে ক্রিকেট খেলার আয়োজন
মাসুম বিল্লাহ,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী খান জাহান আলী মাঠে এক ক্রিকেট খেলার আয়োজন করেন ক্রিকেট প্রেমিক যুবসমাজ। উক্ত ক্রিকেট খেলায় বাগেরহাট জেলা যুব বিভাগের প্রধান বাগেরহাট-০২ আসনের মনোনীত সংসদ পদপ্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।এছাড়া আরো উপস্থিত ছিলেন শেখ এস্কেন্দার আলী,মোঃ মোশারফ হোসেন, চৌধুরী সাইফুল ইসলাম, আরমান হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ, জহির রায়হান, মোঃ শাওন, শাহাবুদ্দিন ও খেলোয়ার বৃন্দ। তরুণ খেলোয়ারদের মাঝে ক্রিকেট প্রেমিক শেখ মনজুরুল হক রাহাদ নিজেই অংশগ্রহণ করেন ,। তিনি বলেন, জীবন যখন ব্যস্ততায় ক্লান্ত, তখন মাঠে ফিরে যাই শৈশবের সেই নির্মল দিনে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে এই এক টুকরো মাঠ, কিছু প্রাণবন্ত মুখ আর প্রাণ খুলে খেলাধুলা করার সুযোগ। শরীর ও মনের জন্য এর চেয়ে স্বাস্থ্যকর কিছু নেই।