সারাদেশ

মধ্যনগরে গরু চুরির অভিযোগে যুবক গ্রেফতার

মধ্যনগরে গরু চুরির অভিযোগে যুবক গ্রেফতার
মোঃ শফিকুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ)।। সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে গরু চুরির মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৫/৫/২৫মামলা নং/২,ধারা৩৭৯পেনাল কোড১৮৬০ এ অভিযুক্ত মোঃহাবিব উল্লাহ(২১)।গ্রেফতারকৃত দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের মোঃনবী হোসেনের ছেলে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ ১৯/৫/২০২৫ তারিখ আদালতে প্রেরণ করা হয়েছে।।