সারাদেশ

মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
মোঃ শফিকুল ইসলাম (সুনামগঞ্জ) মধ্যনগর প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এসআই/আসাদুল ইসলাম,এসআই/মোঃইউছুব আলী,এএসআই/মোঃআব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার দক্ষিণউড়া এলাকা হইতে অভিযান পরিচালনাকালে মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা-15(3)/25D The Special Powers Act,1974 এর সন্দিগ্ধ আসামী-১।বিপ্লব বিশ্বাস (৩৫),পিতা-বিমল বিশ্বাস,মাতা-পারুল বিশ্বাস, সাং-দক্ষিণউড়া,থানা-মধ্যনগর,জেলা-সুনামগঞ্জ (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ মধ্যনগর উপজেলা শাখা (সুনামগঞ্জ )তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে জানতে চাইলে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজিব রহমান বলেন পরবর্তীতে ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে