জাতীয়

পিরোজপুরে জেলা প্রশাসকের বদলির আদেশের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে জেলা প্রশাসকের বদলির আদেশের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর, ১১ নভেম্বর (দেলোয়ার হোসেন): মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের হঠাৎ বদলির আদেশের প্রতিবাদে পিরোজপুর টাউন ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় নাগরিকরা প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসকের পুনর্বহাল বা স্থানান্তর সংক্রান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
উপস্থিত জনতা বলেন, জেলা প্রশাসকের উদ্যোগ ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে, তাই হঠাৎ বদলি জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।