সারাদেশ

মোল্লাহাটে গাছ থেকে পড়ে শিশু রাকিবুলের মৃত্যু

মোল্লাহাটে গাছ থেকে পড়ে শিশু রাকিবুলের মৃত্যু
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের মোল্লাহাটে গাছ থেকে পড়ে রাকিবুল (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের কোদালিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রাকিবুল কোদালিয়া গ্রামের মহিদুল কাজীর ছেলে এবং স্থানীয় কোদালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে বিকাল সাড়ে ৪ টায় একই গ্রামের আলী উকিলের বাড়ির ভাড়াটিয়া মাহাবুবের আম গাছের আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে পড়ে যায় এবং গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, এবিষয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।