হাফিজুর রহমান শিমুলঃ ভারত থেকে ভোমরা ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশ করেছেন ১৩ বাংলাদেশি। সকাল ৭টা থেকে ঘোঁজাডাঙ্গা পারে অপেক্ষা করে সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় অবশেষে ইমিগ্রেশন হয়ে তারা দেশে প্রবেশ করেন। আগামী ১৪ দিন সাতক্ষীরা যুব উন্নয়ন ভবনে হোম কোয়ারেন্টাইনে তাদের রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, সোমবার ১৩ বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন। তাদের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। তবে আগতদের পরিবারকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন ভারত ফেরত এসব নাগরিকদের আগামী ১৪ দিন যুব উন্নয়ন কেন্দ্র সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে রাখা হবে। এখন থেকে যারাই ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরবেন তাদের সকলকে কোয়ারেন্টাইন শেষ করেই বাসায় ফিরতে হবে। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।