বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
রাজারহাটে কৃষকদের মাঝে প্রণোদনার ধান বীজ বিতরণে ব্যপক প্রতিক্রিয়া। গাজীপুরে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ড ভ্যানে আগুন নড়াইলের চিহ্নিত ডিজিটাল প্রতারক বেনজির ঢাকা’র কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তার  বাই-সাইকেলে চড়ে এসে মনোনয়পত্র জমা দিলেন প্রতিমন্ত্রী পলক নকলা আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন কল্পে সম্ভাব্য সদস্যদের নিয়ে সভা জলের পরে কলম… নির্বাচনে অভিনেতা-অভিনেত্রী চাই না,নুসরাতের আসনে পোস্টার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নৌকার মাঝি আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড – ২০২৩ পেলেন রুবেল ইবিতে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের কর্মশালা অনুষ্ঠিত

রাক্ষুস‌ে সাংবাদিক‌দের তা‌লিকা হ‌চ্ছে: কক্সবাজারে ‌বিএমএসএফ নেতৃবৃন্দ কক্সবাজার ২০ সেপ্টেম্বর, ২০২০: সারা‌দে‌শে সাংবা‌দিক নির্যাতনকারী রাক্ষু‌সে সাংবা‌দিক‌দের নাম ও তা‌লিকা প্রকা‌শের ঘোষণা দি‌য়ে‌ছে বিএমএসএফ। আজ রোববার কক্সবাজার জেলা প‌রিষদ হল রু‌মে বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম সাধারণ সম্পাদক ও সাংবা‌দিক নির্যাতন প্র‌তি‌রোধ ক‌মি‌টির বৈঠকে সংগঠ‌নের সমন্বয়কারী আহ‌মেদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে এই ঘোষণা দেন। ‌তি‌নি ব‌লেন, অন্য পেশার লোকজন ছাড়াও নিজ পেশার সাংবা‌দিক দ্বারা সাংবা‌দিকরা মামলা হামলা দ্বারা নির্যা‌তিত ও ক্ষতিগ্রস্থ হ‌চ্ছে। এ‌দের বিরু‌দ্ধে রুখে দাড়া‌নোর এখনই সময়। কক্সবাজা‌রে পু‌লি‌শি নির্যাত‌ন ও ক‌তিপয় সাংবা‌দিক নামধারী রাক্ষু‌সে সাংবা‌দিক‌দের ইন্ধনে ব‌হিষ্কৃত ও‌সি প্রদীপ কর্তৃক নির্যাত‌নের শিকার ফ‌রিদুল মোস্তফার চি‌কিৎসা‌র্থে আ‌র্থিক সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে তি‌নি স্ব স্ব জেলা থে‌কে রাক্ষু‌সে সাংবা‌দিক‌দের তা‌লিকা প্রনয়ন ক‌রে প্রশাস‌নের নিকট জমা দেওয়ার আহবান জানান। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন কক্সবাজার জেলা বিএমএসএফ’র সভাপ‌তি মোঃ মিজান উর রশীদ মিজান। বিএমএসএফ কক্সবাজার জেলার সাধারন সম্পাদক জ‌সিম উ‌দ্দিনের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন বাংলাদেশ মফস্বল সাংবা‌দিক ফোরা‌মের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ খারুল আলম, কক্সবাজারের সি‌নিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি দৈ‌নিক ৭১এর ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, নির্যাতিত সাংবাদিক ছালামত উল্লাহ, সাংবা‌দিক নির্যাতন প্র‌তি‌রোধ ক‌মি‌টির চক‌রিয়া শাখার সভাপ‌তি ছোটন কান্তি নাথ প্রমুখ। সভার শেষান্তে নির্যা‌তিত সাংবা‌দিক ফ‌রিদুল মোস্তফা কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহ‌মেদ আবু জাফর‌কে ফুলেল শুভেচ্ছার মাধ‌ম্যে বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম (বিএমএসএফ)এ যোগদান ক‌রেন। মতবিনিময় সভা শে‌ষে ‌বিএমএসএফ’র নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. কামাল হোসেনের মাধ্য‌মে নির্যা‌তিত সাংবাদিক ফ‌রিদুল মোস্তফা‌কে নদগ ১লক্ষ টাকা ‌চি‌কিৎসা সহায়তা প্রদান ক‌রেন। এ সময় জেলা প্রশাসক নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফার সুখ-দুঃখের বিষয়গুলো গুরুত্ব সহকা‌রে শোনেন। জেলা প্রশাসক তার ওপর ঘটে যাওয়া অমানবিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ফরিদের বিষ‌য়ে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: শাজাহান আলিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিএমএসএফ কেন্দ্রীয় নেতা এসএম জীবন, এমএ আকরাম, শারমিন সুলতানা মিতু, সোহাগ আরেফিন, ফয়সাল আজম অপু, কবির নেওয়াজ রাজ , জুয়েল খন্দকারসহ সোহেল সরদার, হুমাউন কবির, জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  রাক্ষুস‌ে সাংবাদিক‌দের তা‌লিকা হ‌চ্ছে: কক্সবাজারে ‌বিএমএসএফ নেতৃবৃন্দ কক্সবাজার ২০ সেপ্টেম্বর, ২০২০: সারা‌দে‌শে সাংবা‌দিক নির্যাতনকারী রাক্ষু‌সে সাংবা‌দিক‌দের নাম ও তা‌লিকা প্রকা‌শের ঘোষণা দি‌য়ে‌ছে বিএমএসএফ। আজ রোববার কক্সবাজার জেলা প‌রিষদ হল বিস্তারিত...

কালিগঞ্জ থানায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সিআর মামলায় ০১ (এক) জন আসামি গ্রেফতার।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াছিন আলী, কালিগঞ্জ সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব বিস্তারিত...

আল্লামা শাফির মৃত্যুতে আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশনের শোক

হেফাজাতে  ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ শফীর মৃত্যুতে আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে , কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলামিষ্ট কবির নেওয়াজ রাজ । বিস্তারিত...



© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com