মারুফ সরকার ,স্টাফ রিপোটার : সেনবাগে কঠিত চাঁদাবাজদের দৌরাত্ম্য অতিষ্ঠ সেবারহাটবাসী বাদ যায়নি সাংবাদিকও! নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালী জেলার অন্যতম জনবহুল থানা সেনবাগ।সেনবাগ থানার অধিনস্ত পাইকারী ও খুচরা মালামাল বেচা-কেনার অন্যতম সেবারহাট বাজার। যেখানে অত্র এলাকার মানুষসহ দুর-দুরান্ত থেকে মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় বাজার ঘাট করতে।সুধু তাই নয় সেনবাগ থানাধীন প্রধান কোরবানির পশু বেচা-কেনার হাট সেবারহাট বাজার,জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা ভোগান্তি সত্ত্বেও গরু ব্যবসায়ী ও খামারিরা একটু লাভের আশায় সেবারহাট আসে পশু বিক্রয়ের উদ্দেশ্যে।নাম প্রকাশে অনুচ্ছুক এক গরু ব্যবসায়ী গত বছর কুরবানীর ঈদে গরু বিক্রি করে টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে সেবারহাটের চিন্তিত কিছু বখাটে চাঁদাবাজদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন নিজ এলাকা হয়ে ও ভয়ে থানায় গিয়ে অভিযোগ করেন নি বলে জানান তিনি।কোরবানির পশু বিক্রয়ের সঙ্গে তার জীবন ও জীবিকা জড়িত। কিন্তু সেবারহাটে ঢোকা মাত্র গরুর খামারি ও ব্যবসায়ীসহ নানা ধরনের হয়রানি, ভোগান্তি এবং চাঁদাবাজদের শিকার হতে হয় বলে ও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক সময়ে ঈদের ছুটিতে বাড়ি বেড়াতে আসেন জাতীয় দৈনিক পত্রিকার ঢাকার সিনিয়র রিপোর্টার ( ক্রাইম) কর্মরত পেশাদার সাংবাদিক মাসুদ রানা।গত ২৩ এপ্রিল ২৩ ইং সোমবার রাত অনুমান ১০ঃ৩০ ঘটিকার সময় সেবারহাট স্কুল মার্কেটের সামনে আসলে আব্দুর রহমান(রকি) নামে এক ভূয়া ডাঃ পরিচয় দানকারীর সার্বিক সহযোগিতায় কতিপয় চাঁদাবাজরা সাংবাদিক মাসুদ রানা’কে জোরপূর্বক অবৈধ ভাবে অবরুদ্ধ করে তার মোবাইল মানিব্যাগ ও বাইকের চাবী চিনিয়ে নেয় এক পযার্য়ে নিজেদের অত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী দাবী করে বড় অংকের চাঁদা দাবী করে।
বিস্তারিত...