নিউজ ডেস্ক: Steps-ERP T10 Pharma Cup 2015 আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে টচে জিতে ডেলটা ফার্মা লিমিটেড প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। প্রতিদ্বন্দী দল নাভানা ফার্মা ব্যাট করতে নেমে ১০ অভারে ১৫৯ রান সংগ্রহ করেন। ডেলটা ফার্মা লিমিটেড টিমের সকল খেলোয়াড় যার যার অবস্থান থেকে অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন। প্রতিপক্ষকে চাপের মুখে রাখতে সক্ষম হয়েছিলেন।
ডেলটা ফার্মা লিমিটেড ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমানত্বক ভঙ্গিতে নিজের অবস্থান ধরে রাখেন। টান টান উত্তেজনার মধ্যে প্রতিটি বল থেকে রান সংগ্রহের চেষ্টা করতে থাকেন ওপেনিং ব্যটসম্যান অমিত ও টিমের ক্যাপ্টেন সাইফুর রহমান রাফি। হঠাৎ ছন্দপতন শুরু হয় এক এক করে ৪টি উইকেট পড়ে যায়। কিন্তু কেউ হতাস না হয়ে পরবর্তী ব্যাটসম্যান ওমর ফারুক ও শাহ আলম এর উপর আস্থা রাখেন। তাদের সর্বোচ্চ চেষ্টায় টিমকে জয়ের দিকে নিয়ে যান। শেষ অভারে শেষ বল, রান বাকী মাত্র ৩। গ্যালারিতে সবাই ব্যাটসম্যান ওমর ফারুকের দিকে চেয়ে আছেন। অপর প্রান্ত থেকে বলার তার বল ছুড়লেন, সাথে সাথে অভিজ্ঞতার সাথে বলটি পাঠিয়ে দিলেন একেবারে মাঠের সিমানার বাহিরে। অবশেষে ডেলটা ফার্মা লিমিটেড ৭ টি উইকেট হাতে রেখেই নাভানা ফার্মাকে পরাজিত করতে সক্ষম হন। ১৫৯ রানের টার্গেটে ১৬২ রান করে সেমিফাইনাল নিশ্চিত করলেন ডেলটা ফার্মা লিমিটেড। আজকের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ওমর ফারুক।
আগামী ১৪ ফেব্রুয়ারি সেমি ফাইনালে ইবনে সিনা ফার্মার মুখোমুখি হবেন ডেলটা ফার্মা লিমিটেড।