নওগাঁর রাণীনগরে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও টাকা দাবির অভিযোগে মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) রাণীনগর থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দুইজনের মধ্যে একজন শিশু। অপরজনের নাম কালাম শেখ (৫০)। তারা দু’জন উপজেলার চকমনু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই মো. নাজমুল হক বলেন, গত ১১ ফেব্রুয়ারি ওই নারী গোসল করছিল। এ সময় গোপনে একই এলাকার মামলার এক নম্বর আসামি ওই শিশু গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে। এরপর ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ওই নারী ও তার পরিবারের নজরে আসলে তাদের ভিডিওটি ডিলিট করেত বলেন। কিন্তু তারা ভিডিওটি ডিলিট না করে ওই শিশুসহ কয়েকজন মিলে নারীকে ব্ল্যাকমেইল করে ভিডিও ডিলিটের নামে টাকা দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদি হয়ে এজাহারনামী তিনজনকে আসামি করে রাণীনগর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।