বরগুনা জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারা দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার বিভিন্ন কলেজে, ইনস্টিটিউটে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা সরকারি মহিলা কলেজে মোসা. তন্নিকে সভাপতি এবং রাফিয়া আক্তার অনুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। এটি এই কলেজে ছাত্রদলের প্রথম কমিটি। বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়জুল মালেক সজীব ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম রনির অনুমোদনের পর এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোসা. তন্নি আক্তার মীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. কারিমা,, সাংগঠনিক সম্পাদক মোসা. শারিকা রাইয়ান, দপ্তর সম্পাদক মোসা. লামিয়া এবং প্রচার সম্পাদক মোসা. সাদিকা রয়েছেন।
এছাড়াও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এর মো. তাসিনকে সভাপতি এবং মো. সিহাব হোসেনকে সাধারণ সম্পাদক এবং আফিকুল ইসলাম রক্তিমকে সিনিয়র সহ-সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল এম এ মাদ্রাসায় মো. ইমরানকে সভাপতি এবং মো. খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আফিয়া আজিজ ফিহাকে সভাপতি এবং মো. আলিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী ২১ দিনের মধ্যে বরগুনা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় টিম ও বরগুনা জেলা ছাত্রদলের সমন্বয়ে এই আংশিক কমিটিগুলো অনুমোদন করা হয়েছে।