মো.সাইমুন মিয়া।। রাজবাড়ীর গোয়ালন্দে ফেনসিডিল সহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী বাসযাত্রী মেহেরপুর জেলার গাংনি থানার সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে মো. সামাদুল ইসলাম (৩৮) ও একই এলাকার আব্দুল কদ্দুসের মেয়ে
কনিকা সুলতানা (৩০)কে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনের ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্টে দুইজনকে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।