স্বপ্না শিমু।। বাংলাদেশ দূতাবাস, আম্মান যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালন করেছে । ২১ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে পর্যায়ক্রমে সকলে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অনুষ্ঠানে আগত সকলের অংশগ্রহণে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাওয়া হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, জর্ডানে কর্মরত বাংলাদেশী কর্মীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এর মধ্য দিয়ে। এরপর এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। দূতাবাসের কর্মকর্তাবৃন্দ দিবসটি উপলক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন। এরপর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান বক্তব্য প্রদান করেন। সবশেষে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।