স্বপ্না শিমু, জর্ডান।।বাংলাদেশ দূতাবাস জর্ডানের আম্মানে উৎসবমুখর পরিবেশে ´তারুণ্যের উৎসব ২০২৫´ উদযাপিত হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান এর নেতৃত্বে দূতাবাস এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জর্ডান প্রবাসী বাংলাদেশী কর্মীবৃন্দ এবং জর্ডান এ বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানসূচীতে ছিলো উপস্থিত সকলের অংশগ্রহণে “কেমন বাংলাদশ চাই” শীর্ষক মন্তব্য প্রদান, বিষয়ভিত্তিক সেমিনার, মান্যবর রাষ্ট্রদূত কর্তৃক বক্তব্য প্রদান, জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে তরুণ প্রবাসী কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তির সমন্বয়ে বর্ণিল সাংস্কৃতিক উপস্থাপনা। সবশেষে ছিলো মোনাজাত ও আপ্যায়ন।