ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে স্বৈরাচার বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেয়া উচিত, নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না।
২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনের জন্য ইউক্রেনই দায়ী — ট্রাম্পের এমন ইঙ্গিতের পর জেলেনস্কি প্রতিবাদ করে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রচারমাধ্যমের বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে পড়েছেন। এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প জেলেনস্কির বিষয়ে এমন মন্তব্য করলেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘নির্বাচনবিহীন স্বৈরাচারী জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু করা উচিত, নতুবা তার দেশ বলে আর কিছু অবশিষ্ট থাকবে না।’
এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক এক্স পোস্টে বলেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। আমরা আমাদের অস্তিত্বের অধিকার রক্ষা করব।’