সাইফুল ইসলাম, মহিপুর থানা প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ২০২৫ এ পটুয়াখালীর মহিপুর থানা সদরে অবস্থিত কেয়ার মডেল হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করেনি। আজ ২১ শে ফেব্রুয়ারী মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থাপিত শহীদ মিনারে মহিপুর থানা বিএনপি, মহিপুর ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে বেসিক ব্যাংকের পাশে অবস্থিত কেয়ার মডেল হাসপাতালে সকাল ১০.০০ টা পর্যন্ত (এ প্রতিবেদন লেখার সময়) রাষ্ট্রীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করেনি।এ সময় মহিপুর প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান রিপন কেয়ার মডেল হাসপাতালের সত্বাধিকারী মনিরুল ইসলাম কে মুঠোফোনে জাতীয় পতাকা উত্তোলন না করার কারণ জানতে চাইলে তিনি দাম্ভিকতা নিয়ে বলেন আমি এখানে ব্যবসা করি এবং সাংবাদিকরা এ নিয়ে নিউজ করে বিড়ি বানিয়ে খাক তাতে আমার কিছু যায় আসে না। তথাপি তাৎক্ষণিক তাকে রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখার জন্য বলা হলে তিনি ফোন কল টি কেটে দেন।
তার এহেন অপ্রীতিকর বক্তব্যে এলাকাবাসী ও মহিপুর প্রেসক্লাবের সকল সদস্যরা নিন্দা প্রকাশ করেন এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আরো বলেন দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতা না থাকলে তাদের কাছ থেকে এমন কথা তো আসবেই।
কেয়ার মডেল হাসপাতালের বিরুদ্ধে এলাকাবাসীর ও রোগীদের বিস্তর অভিযোগ আছে, কিছু দিন পূর্বে একজন ডেলিভারি রোগীর ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পরবর্তীতে রোগীর স্বজন ও এলাকাবাসীর চাপের মুখে কেয়ার মডেল হাসপাতাল কর্তৃপক্ষ নিজ খরচে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। এছাড়াও রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় আইনের প্রতি অবজ্ঞা ও আইন অমান্য করা, সংবাদকর্মীদের তুচ্ছতাচ্ছিল্য করা সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা,সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।