ওয়ান ব্যাংক পিএলসি টিপু সুলতান রোড শাখার খেলাপী ঋণ গ্রহীতা মোঃ সিরাজুল ইসলাম, প্রোপাইটার মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজ, ধানমন্ডি, ঢাকা। বহুদিন যাবত ব্যাংকে টাকা আত্মসাৎ করে ক্ষমতার দাপটে সশরীরে দাপিয়ে বেড়াতো কিন্তু , তার জানা ছিল না “আইন সবার ঊর্ধ্বে ”
তারই প্রমাণস্বরূপ অর্থ জারি কেস নাম্বার: ১৩১৩/২৩ , টাকার পরিমাণ ১০,৪৮,০৯,৭৫৫/-ও ছয় মাসের আটকাদেশ প্রাপ্ত দায়িক। গতকাল রাতে কলাবাগান এলাকা থেকে আনুমানিক রাত ১১.৩০ সময় কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর জনাব মোঃ শামসুল আলম সুমন (নিরস্ত্র, ডিএমপি) তার দল সহ ওয়ান ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ও মোহাম্মদ জাকির হোসেন এর সুদক্ষ দিক নির্দেশনায় স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জনাব মাজহারুল আনোয়ার (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) এর নেতৃত্বে একটি চৌকস দল যৌথ অভিযানে অংশগ্রহণ করে এবং সিরাজুল ইসলামকে আটক করতে সফল হয়। সে সময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের Avp জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ রাকিব উজ জামান প্রমুখ ।