চারটি উপজেলা নিয়ে সাতক্ষীরার রাজপথ প্রকম্পিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবির ,বিকাল আনুমানিক ৩ টা থেকে শুরু হয় এই সমাবেশ টাইগার পয়েন্টে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য প্রদান করেন অধ্যাপক মাওঃ মুকুল, ( আমীর , সাতক্ষীরা জেলা)
বক্তব্য প্রদান করেন জনাব, গাজী নজরুল ( জেলা শরা ও কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা)
বক্তব্য প্রদান করেন, মুহাদ্দিস রবিউল বাশার ( সাবেক আমীর, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা) এরপর মিছিলটি আব্দুর রাজ্জাক পার্ক হয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে যান । সেখানে লক্ষ্য জনতার উপস্থিতিতে মুখরিত হন নারায়ে তাকবীর ধ্বনিতে মাঠ প্রাঙ্গন বক্তব্য বক্তারা কারা বন্দি এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান এবাং ফ্যাসিস্ট সরকারের আমলে বাতিল হওয়া জামায়াতে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান অন্যথায় রাজ পথে থাকার কথা প্রকাশ করেন। এরপর আছরের নামাজ শেষে মিছিলের সমাপ্ত হয়