একদিনে ৪ লাখ যাত্রী পরিবহণের মাইলফলক অর্জন করেছে মেট্রোরেল। এর আগে একদিনে সাড়ে ৩ লাখের বেশি যাত্রী পরিবহণের রেকর্ড ছিল মেট্রোরেলের।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। বর্তমানে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল রুটে উভয় পথে যাত্রী পরিবহণ করছে।
ডিএমটিসিএল ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রী সেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহণ করেছে। এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সকল, সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদেরকে মেট্রোরেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে।