——বলি খোকা—–
লেখক মোঃ জাহাঙ্গীর আলম
সদা সত্য বলবে খোকা–
সঠিক পথে চলবে —
দুখীর দুঃখ করবে মুছুন
কর্ম জীবন ধর্মে—
জাতির সুখে হাসবে তুমি
কাঁদবে দেশের দুখে—-
মিথ্যে সকল করবে ঘৃণা—
রাখবে সাহস বুকে—-
অসৎ কামাই পাপের সানাই—
ঘুন জমিবে মনে—–
মানব দেহ রাখলে হালাল–
বড় হবে ধনে—–
সাদা কালো’র করবে সেবা—
ধর্ম দেখে নয়—
মন্দ ভালো সবার ভিতর—
প্রভু জিন্দা রয়—–
পেলে আঘাত করবে ক্ষমা —–
তাহার উপর নাই —-
কর্তা নেতা মিথ্যে ধোকা—
মানুষ হওয়া চাই ——-
জাতির বিবেক নোংরা এখন
করতে চাইবে ক্ষয়—
বিবেক সবার তুলবে জেগে–
আসবে তাতেই জয়—-
বীরের মত করবে লড়াই —
সত্য সদা বলবে—-
নষ্ট সমাজ নব্য আইন—
ধরতে তোমায় চাইবে—-
আসবে বিপদ শিরের উপর—
সভ্য মানুষ নাই —–
বড় হয়ে তুমি খোকা —
মানুষ হবে তাই ———-