ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের পূর্ব রাজ্যে মেঘালয় সরকারের মুখ্যমন্ত্রী শ্রী এস এস সাঙমা রাজ্যের গরীব কৃষক শ্রেণীর প্রায় ১৭০,টি, জনগোষ্ঠীর মধ্যে ফোকাস প্রোগ্রাম কৃষক কল্যাণে ১.২০,কোটি, দিলেন চাষাবাদ উন্নয়নের জন্য। এর ফলে কয়েক লক্ষ কৃষক শ্রমিকদের মধ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করেন। এই রাজ্যের পাহাড় ও সমতলের মধ্যে দিয়ে বহু মানুষ কৃষি কাজ করে জীবন নির্ভর করে। তাদের উন্নয়ন মধ্যে দিয়ে মেঘালয়ের উন্নয়ন করতে চান মেঘালয় রাজ্যে সরকার। তবে focus, চকপেঠ প্রোগ্রাম চালু করা হলে রাজ্যের কৃষকরা তাদের উন্নয়ন ধরে রাখতে পারবেন।।