কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সম্প্রতি ভারতের কর্ণাটক রাজ্যের উবদিতে একটি কলেজে এক মুসলিম ছাত্রীর হেজাব পরে আসতে দেখে তার পথে গতিরোধ করেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের ছাত্ররা। তার প্রতিবাদ করেন ঐ মুসলিম কলেজ ছাত্রী শবনম খান। এই ঘটনার পর সারা ভারতের বিভিন্ন যায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ করেন বিভিন্ন মুসলিম সমাজের দল। এবং এই ঘটনার প্রতিবাদ করেন বি জে পি ও তৃনমূল দল বাদে সব রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা। এবং এই ঘটনার পর ভারতের লোকসভা ও রাজ্যে সভায় প্রতিবাদের ঝড় তোলেন ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যরা। তার পর বিভিন্ন যায়গায় গন আন্দোলন শুরু করে ভারতের জাতীয় কংগ্রেস। এর পর হেজাব পরে কলেজ ও ইস্কুলে আসা নিষিদ্ধ ঘোষণা করেন কর্নাটক এর বি জে পি সরকার। এই ঘটনার বিচার চেয়ে মামলা দায়ের করা হয় কর্নাটক হাইকোর্টে। কিন্তু কর্নাটক হাইকোর্ট জানিয়ে দেন যে কোন ছাত্রী হেজাব পরে পরে ইস্কুল ও কলেজে আসতে পারবেন না। এবং কর্নাটক হাইকোর্ট বলে দেন যে মুসলিম কোন বিধানের মধ্যে লেখা নেই যে হেজাব পরে মুসলিম ছাত্রীদের ইস্কুল ও কলেজে পড়াশোনা করতে আসতে হবে। এরপর মুসলিম সম্প্রদায়ের আইনজীবী জনাব আনাস ইউসুফ ভারতের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেন এবং কেন মুসলিম ছাত্রীরা হেজাব পরে ইস্কুল ও কলেজে পড়াশোনা করতে আসতে পারবেন না। আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্নাটকের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গিয়ে এই মামলা টি গ্রহণ করেন।এবং এই মামলার দ্রুত শুনানি শুরু করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ।।