মোঃ ছাবির উদ্দিন রাজু।।
ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামূল্যে সার ও বীজ বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় কৃষি
অফিসের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু হল রুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত
৩ হাজার ৫শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে
শীতকালীন সবজির বীজ পিয়াজ,মুগ,মসুর ও খেসারী ডাল বীজ এবং
গম,ভুট্রা,সরিষা,সূর্যমূখী,চীনাবাদাম,ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা
বেগম, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম ও সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা
মিজানুর রহমান প্রমূখ । অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর
রহমান সবুজ বলেন, ২০২৩ সালে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে । আমাদের
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এজন্য কৃষকদেরকে আগাম সতর্ক বার্তা
দিয়েছেন এক ইঞ্চি জমি ও যেন খালি না থাকে । সবগুলো জমিতে ফসল ফলাতে হবে । খাদ্য
উৎপাদন বাড়াতে হবে । করোনা কালে ও আমাদের দেশে কেউ না খেয়ে মরেনি । তাই খাদ্য
সংকট যাতে তৈরী না হয় সেজন্য বাড়ির আঙিনাসহ পতিত জায়গায় ও চাষাবাদ করতে
হবে ।