কোনও ধুসর ভোরে
রাস্তায় নেমে পড়বো
দেখা হবে ভোরের খাবাবের
খোঁজে নামা কয়েকটা কয়েকটা কাক
কিংবা ভোরের পাখির সাথে…
রাস্তায় কয়েকটা বেওয়ারিশ
ভুখানাঙা কুকুর ছাড়া
থাকবে না আর কেউই
তখনও এতটা ভোর
হয়তো পিছু নেবে কিছুটা সময়
চলতে চলতে থেমে যাবে ওরা
ক্লান্তির ছাপে বদলাবে গন্তব্য
তবুও আমি বিরামহীন
থামবে না পথচলা
কেটে যাবে ধূসরতা
একাকী মরা ডালে বসা
ফিঙে পাখিটার পাশ দিয়ে যাওয়া
আইল ধরে নেমে যাবো
সবুজ মাঠ বরাবর
থামবো না মোটেও
আনমনে কাজ করা কৃষকটা
বার কয়েক ঘাড় ফিরিয়ে দেখেও
কিজানি কী ভেবে
আবার মন দেবে নিজ কাজে
সবুজ ঘাসের শিশির লেপ্টে পায়ে চলছি
দূরে অনেক দূরে মাঠের ওপারে
সবুজ সবুজ গাছেভরা একটা
ঢিবির পাশে স্বচ্ছ জলের
একটা পুকুর আছে
ওখানেই বসে রবো দিনভর
ইট পাথরে গড়া নগরের
কংক্রিটে গড়া মনগুলো থেকে দূরে
কোলাহল হীন
একাকী নির্জনে
হারিয়ে যাবো একদিন..
লেখক ঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।