বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন

বিএনপিকে অগ্নি সন্ত্রাস পরিহার করে নিবর্বাচনে অংশ নেয়ার আহবান ভৈরবে শান্তি সমাবেশে বিসিবি সভাপতি পাপন এমপি

বিএনপিকে অগ্নি সন্ত্রাস পরিহার করে নিবর্বাচনে অংশ নেয়ার আহবান ভৈরবে শান্তি সমাবেশে বিসিবি সভাপতি পাপন এমপি

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধি ঃ

বিএনপিকে অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করার আহবান জানান স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনএমপি। বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য, পুড়িয়ে মানুষ হত্যা,বিচারপতির বাসভবন ও সাংবাদিকদের উপর হামলা পুলিশ হত্যা ও অবরোধের প্রতিবাদে দুর্জয় মোড়ে ভৈরবে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহবান জানান। এ সময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনের তফসিল কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে এবং এবারের নির্বাচন শেখ হাসিনার অধীনে ফ্রি ও ফেয়ার নির্বাচন হবে । তাই নেতা- কর্মীদের কে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান এছাড়া বিএনপি – জামাত যেন চোরা গুপ্তা হামলা চালিয়ে মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য নেতা- কর্মীদেরকে সজাগ থাকার আহবান ও জানান । শান্তি সমাবেশে অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, প্রমূখ।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com