এটা সবে মাত্র শুরু,আমাদের শুরুটা করতে দেন। আমাদের সমালোচনা না করে কাজটা করতে দেন। এই অর্থ যথেষ্ট নয়,তার মানে আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নেবো না। শুরু যখন করেছি,এটা যেনো না থামে তা নিশ্চিত করতে চাই। এর মাধ্যমে আমরা একটি সুন্দর যায়গায় পৌছাতে পারবো বলেন,সামাজ কল্যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে থেকে
এই অভ্যুত্থানে আহত তিনটি পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
আজ( রবিবার) রাজধানীর সিএমএইচ হাসপাতালে জুলাই গণ-অভ্যুত্থানে আহত চিকিৎসাধীন তিন জনের পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন সামাজ কল্যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
উপদেষ্টা শারমীন বলেন, আমাদের আন্তরিকতার ঘাটতি নেই,এটা শুরু। আজ আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আগামী কাল সোমবার থেকে সারাদেশে এই অনুদান প্রদান কার্যক্রম শুরু করা হবে।
আহত প্রতিটি পরিবারকে এক লাক্ষ টাকার চেক দেওয়া হয়।