রুবেল হোসেন।। ভোলা দৌলতখান উপজেলার থানাধীন চর নেয়ামতপুরে অস্ত্রধারী সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের অবস্থান সনাক্ত সংক্রান্তে অফিসার ইনচার্জ দৌলতখান থানা।
ভোলা অফিসার ও ফোর্সদের গোপন তৎপরতা
অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় অদ্য ইং-০৫/১২/২০২৪ তারিখে সকাল ০৬.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একদল অস্ত্রধারী সন্ত্রাসী দৌলতখান থানাধীন চর নেয়ামতপুরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
উক্ত সংবাদ সদর সার্কেল ভোলা মহোদয়কে অবহিত করলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে উক্ত চর নেয়ামতপুরে সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম নিবারনের উদ্দেশ্যে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করেন।
পরবর্তীতে উক্ত সিদ্ধান্তের আলোকে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনা ও দিকনির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ভোলা মহোদয় এর নির্দেশনায় অফিসার ইনচার্জ দৌলতখান থানা সঙ্গীয় অফিসার ফোর্স, নৌ-বাহিনীর একটি দল এবং মোঃ বাবুল আক্তার, সিপিও, কোষ্টগার্ড খেয়াঘাট ভোলা এর নেতৃত্বে একটি দলের সার্বিক সহযোগিতায় অদ্য ইং-০৫/১২/২০২৪ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় দৌলতখান থানাধীন নেয়ামতপুর চরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে যৌথ বাহিনীর সদস্যগন দৌলতখান থানাধীন চর নেয়ামতপুরের জাকিয়া
(৩৫), স্বামী-হুমায়ুন কবির, সাং-চর নেয়ামতপুর থানা-দৌলতখান জেলা-ভোলা এর বসত ঘরের
উত্তর পাশের খাল সংলগ্ন ধান ক্ষেতের মধ্যে ০১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ০৬টি কার্তুজ এবং ০৪ টি রামদা উদ্ধার করেন।
পরবর্তীতে এসআই (নিঃ)/বাসুদেব সরকার উপস্থিতি সাক্ষীদের সম্পর্কে বিধি মোতাবেক জব্দ তালিকার মূলে জব্দ করেন এবং উপস্থিত সাক্ষীর স্বাক্ষর করেন করেন। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।