রাইসুল ইসলাম নয়ন।। সৌদি আরবের মাউরিতানিয়া রাষ্ট্রদূত ফায়েজ বিন মেশাল আল-তেমিয়াত সম্প্রতি মাউরিতানিয়াস জাতীয় সংসদের সদস্য রুবনা দৌরেওওর সাথে একটি বৈঠক করেছেন। বৈঠকে তারা সৌদি আরব ও মাউরিতানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও, দু’দেশের মধ্যে অন্যান্য সাধারণ স্বার্থসম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই কূটনৈতিক সাক্ষাৎ মাউরিতানিয়া ও সৌদি আরবের সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে।