সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক ইসলামিক সেমিনারে শায়েখ আহমাদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন দক্ষিণ এশিয়ার বরেণ্য আলেম ডঃ আব্দুস সালাম আজাদী এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব, আল- হাজ্ব ইকরামুল কবির, বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসার সম্মানিত সুপার ও বিশিষ্ট ব্যবসায়ী) উপস্থিত ছিলেন, জনাব, মাওঃ আব্দুর রউফ ( উপাধ্যক্ষ বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা), জনাব, আব্দুল হামিদ ( সাবেক আটুলিয়া ইউনিয়ন শাখার আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী) এ ছাড়া ও বিএমপি সহ বিভিন্ন সমাজসেবী নেতাকর্মীবৃন্দ ।