সাম্প্রতিক পরিস্থিতি ও ‘বিরোধিতাকারীদের’ ইঙ্গিত করে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ‘নিজেদের শক্তিমত্তার’ জানান দিয়ে সারজিস বলেন, ‘হাসিনা এতো সহজে ভেগে যায়নি। আমরা এসবে অভ্যস্ত। কতিপয় আপনারা সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন…।’
মঙ্গলবার (৪ মার্চ) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন তিনি। সঙ্গে একটি ভিডিও যোগ করে দেন সারজিস। পাঠকের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘পুরো ৩৬ জুলাইজুড়ে কতভাবে আক্রমণ করা হয়েছিল সেটা শুধু আমরা জানি! হাসিনা এতো সহজে ভেগে যায়নি। আমরা এসবে অভ্যস্ত। কতিপয় আপনারা সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন…
জানি এ লড়াই চলবে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত।
ফিরে দেখা- ১৭ জুলাই!’