পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিল আহম্মেদ খান, পল্লি চিকিৎসক ডাঃ আলতাফ হোসাইন প্রমুখ। এসময় বক্তারা বলেন, ডাক্তারের নির্দেশনা মেনে আমাদের ঔষধ সেবন করতে হবে। পূর্ণ মাত্রায় এন্টিবায়োটিক সেবন না করলে জীবন ঝূঁকিতে পড়ে যাবে। কোন ক্রমেই নিজেদের খেয়াল খুশি মত ঔষধ সেবন করা যাবে না। আর ঔষধ ব্যবসায়ীরা প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করতে পারবেন না।