Magazines cover a wide range of subjects, including fashion, lifestyle, health, politics, business, entertainment, sports, and science.

  • হোম
  • ব্লগের বিবরণ
আইন ও বিচার

চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি

২৮ মার্চ, ২০২৫ পড়া হয়েছে: ৮০০
চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি

আলী আহসান রবি।। চুয়াডাঙ্গার দর্শনা থানার ছয়ঘরিয়া নামক সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে ৩.০০৬ কেজি স্বর্ণসহ আফসার আলী নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

২৭ মার্চ ২০২৫ তারিখ বিকেলে বিজিবিরর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) একটি বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসানের দিক-নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে এ্যাম্বুশ করে। আনুমানিক বিকেল ০৪.০০ ঘটিকায় বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তারগতিরোধ করতঃ তাকে আটক করে। পরবর্তীতে বিজিবি টহলদল তার দেহ তল্লাশি করে তার কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের ভেতর থেকে ৩ কেজি ০৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্নের ছোট টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-৩,৭৮,১৬,২০০/- (তিন কোটি আটাত্তর লক্ষ ষোল হাজার দুইশত) টাকা।

আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আফসার আলী (২৮)। তার বিরুদ্ধে মামলা করতঃ তাকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।