Magazines cover a wide range of subjects, including fashion, lifestyle, health, politics, business, entertainment, sports, and science.

  • হোম
  • ব্লগের বিবরণ
সারাদেশ

আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

০২ এপ্রি, ২০২৫ পড়া হয়েছে: ২৬৬০
আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

শেখ সাইফুল ইসলাম ও আকিবুজ্জামিন ।। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে পরিপূর্ণ করতে মঙ্গলবার সারাদিনব্যাপী ঈদ পুনর্মিলনী হয়েছে। অনুষ্ঠানে নতুন-পুরোনো বন্ধুদের পদচারণা এবং সৌহার্দ্য-সাক্ষাতের মাধ্যমে ঈদের আনন্দ মিলনমেলায় পরিণত হয়। চলে আনন্দ আড্ডা, খাওয়া-দাওয়া, আলোচনা ও ছবি তোলা।

আমরা মিলেছি মনে ও মননে, মিলন মেলায়’ স্লোগানে প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্মৃতিচারণ ও নানা আয়োজন। ঈদের পরের দিন অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত এই মিলন মেলায় স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের কথায় কারো চোখে জল গড়িয়ে পড়ে, আবার কখনও হাসি ফুটে ওঠে।

শিক্ষাজীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন দুই যুগ /তিন যুগ আগে। কেউবা সদ্য পড়াশোনার পাট চুকিয়েছেন। তাঁদের কেউ দেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করছেন। কেউবা ব্যাবসাও সংসারের হাল ধরেছেন। বয়সের মধ্যেও আছে বিস্তর ফারাক। তবে তাঁরা সবাই স্মৃতির টানে সমবেত হয়েছিলেন প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে।